খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1920 বার
সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলার ওয়াদীপুর ভিটেরপর গ্রামের কয়েকজন কৃষকের ধানের বীজতলা নষ্ট করে দিয়েছে সন্দেহ ভাজন একটি মহল।
এ ঘটনায় চরম হতাশা গ্রস্থ হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক। নষ্ট করা বীজতলা দিয়ে ৫/৬ বিঘা জমিতে ধান রোপণ করা যেত। ভুক্তভোগী কৃষক, মোশাররফ হোসেন, ইব্রাহিম হোসেন, আব্দুল্লা ও উসমান আলী জানিয়েছেন, এলাকার একটি মহলের সাথে গত কয়েকদিন ধরে জায়গাজমি সংক্রান্ত বিরোধ চলছে। যার জের ধরে ২৩ ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।
২৪ ডিসেম্বর কৃষকের ক্ষতিগ্রস্ত ধানের বীজতলা পরিদর্শন করেছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী।