জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3078 বার
সনত চক্র বর্ত্তী,ফরিদপুর :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলার ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বোয়ালমারী পুরাতন বাসস্ট্যান্ডে সংলগ্ন কাঁচা বাজারের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রন্সিপাল মো: সেলিম মিয়া সাবেক যুগ্ম আহবায়ক জাতীয়তাবাদী মসৎজীবী দল কেন্দ্রীয় কমিটি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: শাহাবুদ্দিন আহম্মেদ নিউটন যুগ্ম আহবায়ক ফরিদপুর মসৎজীবী দল, মো:আতাউর রহমান সাবেক সহসভাপতি বোয়ালমারী বিএনপি, মো:শেখ নজরুল ইসলাম যুগ্ম আহবায়ক ফরিদপুর মসৎজীবী দল ফরিদপুর, মো: রেজাউল মৃধা যুগ্ম আহবায়ক ফরিদপুর মসৎজীবী দল, মাসুদুর রহমান মাসুদ যুগ্ম আহবায়ক ফরিদপুর মসৎজীবী দল, জহিরুল হক মৃধা যুগ্ম আহবায়ক ফরিদপুর মসৎজীবী দল,মো: জাহাঙ্গীর হোসেন যুগ্ম আহবায়ক মসৎজীবী দল,সঞ্জীব কুমার সরকার সভাপতি ফরিদপুর সদর জেলা মসৎজীবী দল,
সঞ্জয় কুমার সাহা বোয়ালমারী সেচ্ছাসেবক দলের আহবায়ক, মো:বিল্লাহ হোসেন সভাপতি মসৎজীবী দল মধুখালি, মো: সুজন হোসেন সাধারণ সম্পাদক মসৎজীবী দল ফরিদপুর সদর।
বোয়ালমারী উপজেলা শাখার মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ সরকার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শেখ সাইদুর রহমান চুন্নু সদস্য সচিব ফরিদপুর মৎসজীবী দল।অনুষ্ঠানটি সঞ্চলন করেন মো: কামাল বিশ্বাস সভাপতি বোয়ালমারী পৌর মসৎজীবী দল, মো:বিল্লাহ হোসেন খান সাধারণ সম্পাদক বোয়ালমারী উপজেলা মসৎজীবী দল ও মো;শাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক মসৎজীবী দল বোয়ালমারী পৌর শাখা।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের জেলা, উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা।