সানজিদা আক্তার সান্তনা : যশোরে ছুরিকাঘাতে আল আমিন নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। তার বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। নিহত আল আমিন খুলনার পাইকগাছার বরইডাঙ্গা গ্রামের সোহরাব সর্দারের ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়ার সিটি ওয়ান ব্রিকসে শ্রমিকদের মাঝে কাজ করা নিয়ে বিরোধ বাধে। বিষয়টি সুপার ভাইজার মিমাংসা করে দিলেও পরে বাদশা নামের এক শ্রমিক আল আমিনকে ছুরিকাঘাত করে। এটা দেখে আল আমিনের পিতা ঠেকাতে গেলে বাদশা তাকেও ছুরিকাঘাত করে জখম করে। স্থানীনরা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে চিকিৎসক ঢাকায় স্থানন্তর করে। ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতুর কাছে পৌছলে আল আমিন মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার সুইটি খাতুন জানান, আহত আল আমিনের বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে।