খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 8621 বার
স্বপন বিশ্বাস, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার বেরইল পলিতায় বৃহস্পতিবার শরিফুলকে হত্যার পরবর্তীতে তার ও তার স্বজনদের বাড়িতে হামলা ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে।
২০ ডিসেম্বর ভোরে এই ঘটনায় অন্তত ১১টা বাড়ি,২টি দোকান ভাঙচুর-লুটপাট ও ১৫ জন আহত হয়েছে। আহতদের এক জনকে ঢাকা ও ৩ জনকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত শরিফুলের পিতা বিএনপি নেতা সিংড়া খাড়া পাড়ার শেখ মোঃ আকবর হোসেন, তার শ্যালক বাবলু মোল্লা, গোলাম মওলা বলেন, বৃহস্পতিবার শরিফুলকে চেয়ারম্যান এনামুল হক রাজা, মেম্বার রাজা গাজীর নেতৃত্বে হত্যা করে ।
আজ শুক্রবার তারাই খুব ভোরে সঙ্ঘবদ্ধ হয়ে আমাদের বাড়িতে হামলা করে। এ সময় প্রথমে শরিফুলের শ্যালক মনিরামপুরের জিয়াউর রহমান কে বেদম মারধর করে। এ সময় শেখ আকবর হোসেন ডান হাতে আঘাত পায়।পরে ডহড় সিংড়া গ্রামে গিয়ে সাবেক মেম্বার বাবলু মোল্লা, গোলাম মাওলার বাড়িসহ প্রায় ১১টা বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এ সময় অন্তত নারী-পুরুষ সহ ১৫ জন আহত হয়।
এ ঘটনায় তাদের অন্তত ১৫/২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।আহতদের মধ্যে জিয়াউরকে ঢাকা হাসপাতাল ও অন্যান্যদের মধ্যে ৩জনকে মগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন তারা।ইতিমধ্যে হত্যাকারিদের পক্ষের লোকজনের অনেকের বাড়ী থেকে মালামাল অন্যত্রে সরাতে দেখাগেছে।আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।