খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3977 বার
খুলনা অফিস: গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জা,আলোচনা সভা, দোয়া মাহফিল ও ক্রিকেট ম্যাচ।দিনটি উপলক্ষে ১৫ ডিসেম্বর কলেজের ভবন সমূহ, কলেজ প্রাঙ্গণ ও ফটক সমূহ আলোক সজ্জা করা হয়।
সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।অতিথি ছিলেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টু, স্বেচ্ছাসেবক দল উপজেলা সভাপতি আব্দুল কাদের জনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টুটুল, ছাত্র দল নেতা মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক এ জেড এম গোলাম কিবরিয়া প্রমুখ।শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া কলেজের উদ্যোগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক এম মাসুদুল আনিস ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন মোল্লা।