ঝিকরগাছা অফিস : ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের সহায়তায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা। সকল সরকারি ,আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা মোড়ে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ঝিকরগাছা থানার চৌকস পুলিশ সদস্যদের দেওয়া বিজয় দিবসের প্যারেডের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বেলুন ও শ্বেত পায়রা উড়িয়ে বিজয় দিবস প্যারেডের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। উপজেলা মোড়ে মহান মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও স্বেচ্ছাসেবী, সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পৌর প্রশাসক, ঝিকরগাছা থানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, অফিসার্স ক্লাব সহ থানা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ, পাইলট গার্লস হাই স্কুল, বিএম হাইস্কুল, ঝিকরগাছা প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পণ করে।

শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্ব-স্ব স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রিড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। উপজেলা পরিষদ চত্বরে আড়ম্বরপূর্ণভাবে চারুকারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পন্যের সমারহে বিজয় মেলার আয়োজন করা হয়। সকল মসজিদে বাদ জোহর এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় সুবিধামতো সময়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়। হাসপাতাল, এতিমখানা এবং শিশু পরিবারগুলোতে উন্নত মানের খাবার সরবরাহ করা হয়। সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান, গদখালি পানিসারা ফুল মোড়ে অবস্থিত পার্ক সমূহ সকাল/ সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। মহান বিজয় দিবসে সেবা সংগঠনের উদ্যোগে ঝিকরগাছা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা করা হয়।