খুলনা অফিস: খুলনার তেরখাদা উপজেলায় নানা আয়োজনে ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিজয় দিবস।

প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে বর্নাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করেছে গৌরবাম্বিত এ দিনটির সকল কর্মসূচিতে উপজেলা প্রশাসন।

দিবসটি পালন উপলক্ষে সোমবার থানা চত্বরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এ সময়ে স্ব স্ব সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে বীর মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে থানা, মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা এবং আড়ম্বরপূর্ণ বিজয় মেলা হয়।

পরবর্তী সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে মুক্তিযোদ্ধা শহিদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্মানে সংর্বধনা দেওয়া হয়। সুবিধা জনক সময়ে হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশ করা এবং উপজেলা শিক্ষা ভবন ও স্ব স্ব প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা ভিত্তিক শিশুদের চিত্রংকন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলার সকল মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপসনালয়ে শহিদ বীর মুক্তিযোদ্ধদের বিদেহী আত্মার শান্তি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের শান্তি কামনা করে মোনাজাত ও প্রার্থনা করা হয়।

মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ কায়নাত শিকদারের পরিচালনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ, থানার অফিসার ইনচার্জ (ওসি)মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা শেখ মো: মনিরুজ্জামান, বিএনপি’র সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী, জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, বোরহান উদ্দিন মোল্লা প্রমুখ ।এদিকে বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলাম ও ছাত্রদল বিজয় রেলি বের করে।