জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 7128 বার
সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ভারতে গিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের ভিত্তিহীন বক্তব্য প্রচার ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক’। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সম্পর্কিত এক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।
স্থানীয় যুবদলের উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।
তিনি বলেন, শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেয়া কোনোমতেই ঠিক হয়নি।
কারণ সেখানে নিজেকে নিরাপদে রেখে তিনি একের পর এক ষড়যন্ত্র করছেন। লাখো কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাওয়া হাসিনা এখন দেশের ১৮ কোটি মানুষকে বিপদে ফেলতে কাজ শুরু করেছেন। তার এই ষড়যন্ত্র কোনভাবেই সফল হবেনা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন কমিটির নেতা ননি গোপাল বিশ্বাস, চৌধুরী বাড়ি দুর্গা পূজা ও লোকনাথ মন্দিরের পুরোহিত যোগেশ ব্যানার্জি, যুবদলের নেতা দেলোয়ার হোসেন দিদার, শহিদুল ইসলাম টুটুল, ছাত্রদলের শাহরিয়ার হোসেন জুয়েল প্রমুখ।
সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মোফাজ্জল শেখ।