খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4866 বার
শাহাবুদ্দিন আহামেদ : যশোর জেলার শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কণ্যাদহ গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী’র পিতা আব্দুল কাদের মোড়ল এর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার আছর নামাজ শেষে তার পিতা মরহুম কাদের মোড়লের জানাযার নামাজ কণ্যাদহের মাদ্রাসার মাঠে এবং জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় তার পরিবারকে সমবেদনা জানাই বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক-খায়রুজ্জামান মধু, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য-মো.আশরাফুল আলম বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক-মো.শহিদুল ইসলাম শহীদ।
এসময় উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন গ্রামবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমান এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই জানাযা নামাজে শরীক হন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ১০৭। তিনি ৬ছেলে সন্তান, ৪মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (৯ডিসেম্বর/২০২৪) বেলা ১২ টার দিকে কণ্যাদহ গ্রামের কানিপাড়া জামে মসজিদের দক্ষিন পাশ সংলগ্ন নিজ বসত ভিটায় ইহলোগ ত্যাগ করেন।
মরহুম কাদের মোড়লের সুযোগ্য সন্তান বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, বয়োঃবৃদ্ধি (বার্ধক্যজনিত কারণ) এবং “প্যারালাইসিস” রোগে আক্রান্ত অবস্থায় তিনি ১ বছর যাবৎ নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় শয্যাশায়ী ছিলেন। পার্শ্ববর্তী গ্রাম বাকড়া’র সিনিয়র ডাক্তার কামাল উদ্দিন মরহুমের নিয়মিত চিকিৎসা সেবা দিতেন। এর আগেও বেশ কয়েকবার তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় কিন্তু আর সম্ভব নয় বলে চিকিৎসকগণ জানিয়েদেন।
এরপর থেকে তাকে বাসায় চিকিৎসা সেবা দেওয়া হয়। পিতার মৃত্যুতে প্রিয় প্রতিষ্ঠান বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সহকর্মীদের এবং প্রিয় দল বিএনপি দলীয় সকল নেতা-কর্মীদের জানাযায় অংশ গ্রহণ ও দোয়া কামনা করেছেন।