খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5430 বার
খুলনা অফিস: খুলনার তেরখাদায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন ও উপজেলা সভা কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা শাহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান, চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান,কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ অন্যান্যরা পরবর্তীতে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও শ্রেষ্ঠ জয়ীতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। এছাড়াও অন্যান্যদের মধ্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারীর তালিকায় আয়েশা হুমায়রা, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর তালিকায় সোনিয়া রহমান, সফল জননী নারীর তালিকায় মনোয়ারা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী তালিকায় সোনিয়া খাতুন, সমাজ উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন যে নারী তালিকায় শামীমা সুলতানাকে জয়ীতা পুরস্কার তুলে দেন অতিথিরা।