নিজস্ব প্রতিবেদকঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ও ২০২৪ সালে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের সম্মান প্রদর্শনপূর্বক ডিমলা যুব শক্তি একতা সংঘের উদ্যোগে মহান বিজয় ২০২৪ উদযাপন করা হয়।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০.টায় নীলফামারীর ডিমলার সদর ইউনিয়ন দক্ষিণ তিতপাড়া (নুনিয়া পাড়া) গ্রামে যুবশক্তি একতা সংঘের মাঠে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রচলিত গ্রামীণ খেলাধুলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবশক্তি একতা সংঘের প্রতিষ্ঠাতা নীলফামারী জেলা জজ কোর্টের অ্যাডভোকেট তাইবুর রহমান।বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজার রহমান ও ইয়া রাব্বি প্রামানিকের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান লাইজু মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী মোঃ বাদশা প্রামানিকসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।খেলা পরিচালনা করেন যুবশক্তি একথা সংঘের সদস্য মোঃ স্বাধীন।