খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, শিক্ষাঙ্গন | তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5051 বার
শাহাবুদ্দিন আহামেদ : যশোরের বেনাপোল আন নুর একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে ১ থেকে ৫৫ স্থান অধিকারীকে ক্রেস্ট ও রেজাল্ট সিট দিয়ে সম্মানিত করা হয়।
২৮ শে ডিসেম্বর শনিবার সকাল ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধিন দিঘীরপাড় আন নুর একাডেমি মাদ্রাসা প্রাঙ্গনে, আন নুর একাডেমি বেনাপোল প্রতিষ্ঠা পরিচালক মুহাম্মদ হাবীবুর রহমান হাবীব এর সভাপতিত্বে এবং আন নুর একাডেমি শিক্ষক হাফেজ মাওলানা বিন ইয়ামিনের সঞ্চালনায় এবং কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়।
পরে প্রধান মেহমান বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া ও প্রধান আলোচক মুফতি সাইদুল বাসার সাহেবকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন, বেনাপোল আন নুর একাডেমির শিক্ষকরা।
এসময় বার্ষিক পরীক্ষার ছাত্র-ছাত্রীদের প্রথম স্থান দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থানদের হাতে ক্রেস্ট তুলে দেন, প্রধান মেহমান বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া ও প্রধান আলোচক মুফতি সাইদুল বাসার সাহেব এবং এ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আন নুর একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল, প্লে -ক গ্রুপের প্রথম স্থান হয়েছেন ১-ছোট আঁচড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আহসাদুল্লাহ সাদিক ২-সাদিপুর গ্রামের কুদ্দুসের ছেলে সাকিবুল হাসান, ৩-ভবারবেড় গ্রামের মুসা করিমের ছেলে আয়ান আহমেদ রোহান, ৪- ভবারবেড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আনাস, ৫-বোয়ালিয়া গ্রামের শিহাব হোসেনের ছেলে আবরার ফারিজ রাইয়ান।
দ্বিতীয় স্থান- ৫ জন, তৃতীয় স্থান -১ জন। প্লে-খ গ্রুপের প্রথম স্থান হয়েছেন ৪ জন, ২য় স্থান-১ জন, ৩য় স্থান-১ জন,নার্সারি প্রথম স্থান হয়েছেন ৯ জন,২য় স্থান-৩ জন, ৩য় স্থান-১জন, প্রথম শ্রেণীর প্রথম স্থান হয়েছেন, ২ জন,২য় স্থান -৩ জন,৩য় স্থান -১ জন,দ্বিতীয় শ্রেণীর প্রথম স্থান হয়েছেন, ১ জন, ২য় স্থান-২ জন,৩য় স্থান -১ জন,তৃতীয় শ্রেণীর প্রথম স্থান হয়েছেন, ১ জন,২য় স্থান -১ জন,৩য় স্থান – ১ জন,চতুর্থ শ্রেণীর প্রথম স্থান হয়েছেন, ১ জন,২য় স্থান -২ জন,৩য় স্থান -১ জন,পঞ্চম শ্রেণীর প্রথম স্থান হয়েছেন, ১ জন,২য় স্থান- ১জন,৩য় স্থান – ১ জন,ষষ্ঠ শ্রেণির প্রথম স্থানে নিয়েছেন, ১ জন,২য় স্থান -১ জন,৩য় স্থান -১ জন,সপ্তম শ্রেণীর প্রথম স্থান হয়েছেন, ১ জন,২য় স্থান -১ জন,৩য় স্থান -১ জন,বালক নাজেরা কুরআন মাজিদের প্রথম স্থান হয়েছেন, ১ জন,২য় স্থান -১ জন,৩য় স্থান -১ জন,বালক নাজেরা আমপারা প্রথম স্থান -২ জন,২য় স্থান -২ জন,৩য় স্থান -১ জন,বলক নাজরা কায়দা প্রথম স্থান হয়েছেন, ১ জন,২য় স্থান – ১ জন,৩য় স্থান -১ জন, হিফজ বালক শাখার প্রথম স্থান হয়েছেন ১ জন,২য় স্থান -১ জন৩য় স্থান -১ জন,চতুর্থ শ্রেণীর বালিকা শাখার প্রথম স্থান হয়েছেন, ১ জন,২য় স্থান-১ জন,৩য় স্থান -১ জন,পঞ্চম শ্রেণীর বালিকা শাখার প্রথম স্থান হয়েছেন, ১ জন,২য় স্থান -১ জন,৩য় স্থান -১ জন,হিফজ বালিকা শাখার প্রথম স্থান হয়েছেন, ১ জন,২য় স্থান -১ জন,৩য় স্থান-১ জন।