আইন ও আদালত, খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3671 বার
শাহাবুদ্দিন আহামেদ: আদালতের জারীকৃত গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১৪(চৌদ্দ) আসামী’কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। পুলিশের চলমান বিশেষ অভিযানের মাধ্যমে ফৌজদারী কার্যবিধির তফসিল অনুযায়ী দন্ডবিধির আওতাভূক্ত এ সকল আসামীদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন ফৌজদারী অপরাধের সাথে জড়িত নিন্মোক্ত আসামীগণ আদালতের রায় উপেক্ষা করে আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ায় বিজ্ঞ আদালত তাদেরকে গ্রেফতারের নির্দেশনা জারী করেন। গোপণ তথ্য পেয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ বুধবার(৪ ডিসেম্বর) দিনব্যাপি অভিযান চালিয়ে পালিয়ে থাকা উক্ত ১৪(চৌদ্দ) জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীদের তথ্য-
মামলা জিআর নং- ৪৯২/২২ এর আসামী ১। মোঃ সাগর হোসেন (২৪), পিতা- আনোয়ারুল ইসলাম, মাতা-ছালমা বেগম, সাং-বড় আচঁড়া, জিআর নং-৪৯২/২২ এর আসামী ২। মোঃ আল আমিন (২২), পিতা-আলতাব গাজী, মাতা-রোকেয়া খাতুন রুকি, সাং-কাগজপুকুর পূর্বপাড়া শহিদের বাড়ীর সামনে, এ/পি-ভবেরবেড় পশ্চিমপাড়া রেলওয়ে ষ্টেশনের, এসসি-৪৪৮/১৬ ৩। কলিম, পিতা-আঃ রহমান, সাং-সাদিপুর আস্তানাপাড়া, জিআর-৪/২৩ এর আসামী ৪। মোঃ আল আমিন (২৯), পিতা-মৃঃ আলতাপ হোসেন, মাতা-রোকেয়া খাতুন, সাং-ভবেরবেড়, জিআর-৬৯৭/১৪ এর আসামী ৫। মোঃ এরশাদ আলী, পিতা-ইলিয়াস খাঁ, সাং-গাজীপুর, জিআর-৫৬৬/১৭ এর আসামী ৬। মোঃ ইমরান হোসেন রনি (২৬), পিতা-মোলাম হোসেন, সাং-কাগজপুকুর, জিআর-৩৮৯/২২ এর আসামী ৭। মোঃ আল আমিন (২৭), পিতা-হাবিবুর রহমান হবি, সাং-ভবেরবেড়, জিআর-১৩৬/২৪ এর আসামী ৮। মোঃ সাইদ আলী, পিতা-মোঃ মুনছুর আলী, সাং-ভবেরবেড়, জিআর-৪৮৭/১৮ এর আসামী ৯। মোঃ মাসুদ রানা (২১), পিতা-মোঃ মন্টু মিয়া, সাং-কাগমারী (রেল লাইন), জিআর-৪৮/২৩ এর আসামী ১০। মোঃ সেলিম সরদার (৩০), পিতা-মৃত শাহিন সরদার, মাতা-আমেনা্ খাতুন, সাং-নারায়নপুর (বিশ্বাসপাড়া), জিআর-৬২৯/১৭ এর আসামী ১১। মোঃ মশিয়ার রহমান মশি (৩৫), পিতা-ইউনুস আলী, সাং-বড় আচড়া (বাগে জান্নাতের পিছনে), জিআর-৩৫৫/১৮ এর আসমী ১২। মোঃ কামাল হোসেন (২৮), পিতা-মৃঃ ইউসুফ হালদার, সাং-ভবেরবেড় মধ্যপাড়া, জিআর-৪৬১/২৩ এর আসমী ১৩। মোঃ মুক্তার আলী মোড়ল (৩৭), পিতা-মোঃ পাঞ্জাব আলী, মাতা-জহুরা খাতুন, সাং-সাদিপুর, জিআর-১৫৮/১৩ এর আসামী ১৪। মোঃ খলিলুর রহমান, পিতা-মৃত আবুল হোসেন, সাং-কাগজপুকুর, সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
এ বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানান,”যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্তবর্তী অত্র থানার আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,চোরাচালান রোধ ও মাদক পাচার নির্মূলে বেনাপোল পোর্টথানা পুলিশ সর্বদা টহল জোরদার রেখেছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভূক্ত উপরিল্লিখিত ১৪(চৌদ্দ) আসামীকে গ্রেফতার করা হয়েছে”।
গ্রেফতারকৃত আসামীগণদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অদ্য ০৫/১২/২০২৪ ইং তারিখ যথাযথ পুলিশ প্রহরায় যশোর জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।