জাতীয় সংবাদ | তারিখঃ এপ্রিল ৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1695 বার
ইয়ানূর রহমান : সারা দেশে ইতোমধ্যে ২৫ কোটি ডোজ করোনা টিকা দেয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। দিন দিন আক্রান্তের সংখ্যা কমেছে। একইসঙ্গে গত কয়েক দিন ধরে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় এসেছে। ইতোমধ্যে দেশে ২৫ কোটি ডোজ করোনা টিকা দেয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে একদিনে ১ কোটি ডোজ করোনা টিকা দিয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা পদ্ধতি একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। টিকা কার্যক্রম সফলতার দিক থেকে বাংলাদেশ বিশ্বের মধ্যে ৮ম অবস্থানে রয়েছে। সারা দেশের হাসপাতালগুলোর সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা কাজ বাস্তবায়ন করা হবে।
এসময় খুব শিগগিরই মানিকগঞ্জ হাসপাতালে স্থাপনকৃত এমআরআই মেশিন ও হাসপাতালে নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও হাসপাতালে কর্তব্যরত ২২৮ জন নার্সের জন্য আবাসন ব্যবস্থা, শূন্যপদ পূরণসহ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ১০ শয্যাকে ৫০ শয্যা বিশিষ্ট পৃথক ডায়রিয়া ইউনিট খোলার ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।