খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 849 বার
সাঈদ ইবনে হানিফ : আবু তাহের, পেশায় একজন সাংবাদিক, গত কয়েক বছর যাবত তিনি প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতির দায়িত্ব পালন করছেন। পরিচ্ছন্ন সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের সৌখিন চাষাবাদের সাথে ও জড়িত। আর এই শখের বসেই চার বছর আগে তিনি বাড়ির পাশের ৩৪ শতক একটি জমিতে করেছেন মাল্টার আবাদ।
প্রথমে তিনি কিছুটা সঙ্কিত হলেও চার বছর পর এখন প্রতিটা গাছে থোকায় থোকায় ধরেছে মাল্টা, যা দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মত। ফলে, শখের চাষের সফলতায় তার সামনে এখন নতুন সপ্ন।
তিনি বলেন, প্রথম ফলনেই তার প্রায় এক লক্ষ টাকার মত মাল্টা বিক্রি হয়েছে। গাছের ডালপালা বৃদ্ধির সাথে সাথে সামনের বছর গুলোতে ফলন ও বৃদ্ধি পাবে এমনটাই আশা। সেই হিসেবে ৬/৭ বছরের একটি পূর্ণ বয়সের গাছ থেকে ৩ থেকে ৪ মন পর্যন্ত মাল্টা পাওয়ার আশা করেছেন তিনি।
এই এলাকার কৃষি উদ্মাযোক্তা হুমায়ূন কবির বলেন, মাল্টা চাষ সৌখিন চাষাবাদের মধ্যে একটি। এবং অন্যান্য চাষাবাদের তুলনায় খরচ কম এবং লাভজনক হওয়ায় আবু তাহেরের দেখাদেখি অনেক কৃষক এখন মাল্টা চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন।