খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 865 বার
স্বপন বিশ্বাস, মাগুরাঃ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম হোসেন মুন্না বলেছেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, নেতাকর্মীদের ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে৷
দেশ নায়ক তারেক রহমান বলেছেন৷মানুষকে বেশি বেশি ভালো কাজ করতে হবে৷ ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে৷ মনে রাখবেন, শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না৷ তিনি বলেন দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছেন৷ তার দোসররাও গা- ঢাকা দিচ্ছেন৷
বুধবার বিকাল সাড়ে ৩টায় মাগুরার শালিখা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম হোসেন মুন্না এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, শালিখা উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মাগুরা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা, শালিখা উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী সোহেল রানা, সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন,রযুবদল নেতা রিয়াজ মোল্যা, তবিবুর রহমান, অরুপ সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান, সদস্য সচিব গোলাম কিবরিয়া, কৃষক দলের আহবায়ক ইলিয়াস হুসাইন, সদস্য সচিব তুহিন মুন্সি, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজীব, সদস্য সচিব তিতাস বিশ্বাসসহ, জেলা ছাত্র দল নেতা, ফারদিন হাসান সুমন, ফিরোজ হোসেন মৃধা, বিএনপি, সোহাগ মোল্যা সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ প্রধান অতিথি আব্দুল মোনায়েম হোসেন মুন্না জনসাধাণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাসংবলিত লিফলেট বিতরণ করেন।