গ্রামের সংবাদ ডেস্ক : গত জুলাই-আগস্টের গণঅভ্যূথানে নিহতদের প্রতিটি পরিবারকে ৩০ লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বতী সরকার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, “জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করছে। জুলাই-আগস্ট আন্দোলনে প্রথম পর্বে শহিদ পরিবারকে ৩০ লাখ করে টাকা দেয়া হবে। আহতদের পরিবারের পুনর্বাসনের জন্যও ব্যবস্থা নেওয়া হবে আগামীতে।”

এছড়া অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।