আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১২ বছরের মধ্যে কলকাতা পানিয়ে তলিয়ে যাবে। নাসার সাম্প্রতিক এক রিপোর্টও এমন ইঙ্গিত দিচ্ছে।

নাসার পিসিসি ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট ২০২২ অনুযায়ী, আগামী ১২ বছরে বঙ্গোপসাগর খিদিরপুর অবধি চলে আসতে পারে। অর্থাৎ, খিদিরপুর পানির নিচে চলে যেতে পারে।

ভারতীয় ভূতত্ত্ববিদ সুজীব করের মতে, ‘আগামী ১২ থেকে ১৫ বছরের মধ্যে কলকাতার বেশিরভাগ জায়গাই পানির তলায় চলে যাবে।‌

সুজীব কর বলছেন, কলকাতার তলা থেকে মাটি সরে যাচ্ছে। এত ভার বহন করতে পারছে না তিলোত্তমা। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কলকাতার রাস্তায় ধস নামছে। মূলত, কলকাতার বেশিরভাগটাই নরম মাটি। ওপরের স্তরটি ‘‌কালীঘাট ফরমেশান’‌, পলিজাতীয় স্তর। নিচের স্তরটি বালির বা নুড়ির আস্তরণ, যা মাত্র ৪৫ মিটার নিচে। এই তলার স্তরটিই মেট্রো ইত্যাদির কারণে কাঁপছে। ফলে শূন্যস্থানের সৃষ্টি হচ্ছে।

অপরদিকে নদীর পানির স্তর ক্রমশ বাড়ছে। যার ফলে ওই শূন্যস্থান পানিতে পরিপূর্ণ হচ্ছে। এই অঞ্চলে শিলার ঢালের কারণে সহজেই পানি ঢুকছে।

এদিকে কলকাতার উচ্চতা ক্রমশ কমছে। যার জেরে সেই পানি ঢুকে কলকাতাকে ডুবিয়ে দিতে পারে।

সুজীব কর আরও জানান, এই উপকূলবর্তী এলাকাগুলো পানির তলায় চলে ‌গেলে দেশের ৪৫ কোটি মানুষ আগামী ১২ থেকে ১৫ বছরের মধ্যে জীবিকা হারাতে পারেন। সূত্র: আজকাল।