সারাবিশ্ব | তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4306 বার
সারাবিশ্ব ডেস্ক : ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এসব কথা বলেছে। খবর —এএফপির।
সংগঠনটি আরো জানায়, সম্প্রতি লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা গুলোর মূল পরিকল্পনা মোসাদের সদর দপ্তর থেকেই এসেছে। যার ফলে ওখানে হামলা চালানো হয়েছে।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া গাজা যুদ্ধের এ পর্বের শুরু থেকেই ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে এসেছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, তারা হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে। তবে এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে।
এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ সময় তেলআবিবে আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় তেলআবিবের শহরতলীতে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ করে একটি ‘কাদের ১’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। আমাদের নেতাদের হত্যাকাণ্ড এবং পেজার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণের জন্য ইসরায়েলি গোয়েন্দাদের এই সদরদপ্তরটিই দায়ী।
উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারসহ অসংখ্য মানুষ নিহত হয়েছেন। সংগঠনটি জানায়, গাজার মানুষের প্রতি সমর্থন ও লেবাননের জনগণের সুরক্ষায় এই হামলা চালানো হয়েছে। সম্প্রতি গাজার পরিবর্তে ইসরায়েলের প্রাণঘাতি হামলার মূল লক্ষ্যে পরিণত হয়েছে লেবানন।
সোমবার থেকে শুরু করে দেশটিতে অন্তত ৫৫৮ জন নিহত হয়েছেন। ১৯৭৫ থেকা ১৯৯০ সাল পর্যন্ত দেশটিতে চলমান গৃহযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় আকারে সহিংসতার ঘটনা।