জাতীয় সংবাদ | তারিখঃ আগস্ট ১০, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 908 বার
ডেস্ক রিপোর্ট : ঢাবি’র উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। একইসঙ্গে ঢাবির ৭ হলের প্রভোষ্ট পদত্যাগ করেছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করে উপাচার্য নিজেই জানান, আজ (শনিবার) শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মাকসুদ কামাল বলেন, বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে। স্বাভাবিক সৌজন্যতার জায়গা থেকেই আমি এই আলোচনা করেছি। আমার পদত্যাগপত্র আগেই তৈরি ছিল। আমার মনে হয়েছে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমার পদত্যাগ করা দরকার।
অন্যদিকে, পদত্যাগ করা ঢাবির ৭ হলের প্রভোষ্ট হলেন- রোকেয়া হল, শামসুন নাহার, বিজয় ৭১, বঙ্গবন্ধু হল, জিয়া হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার সলিমুল্লাহ মুসলিম হল। এছাড়াও জহুরুল হক হলের চারজন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি (শিক্ষা) অধ্যাপক সীতেশচন্দ্র বাছার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।