জাতীয় সংবাদ | তারিখঃ মার্চ ২৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1777 বার
ডেস্ক রিপোর্ট : লক্ষীপুর জেলার যমুনা ব্যাংক রায়পুর শাখার অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের বরখাস্তকৃত অফিসার নাছির উদ্দিন মাহমুদকে পৃথক দুটি ধারায় ১২ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় ৭০ হাজার টাকা অর্থদন্ড করে আদালত।
দন্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাহমুদ লক্ষীপুর জেলার সদর উপজেলায় দত্তপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। সোমবার (২৮ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দন্ডাদেশ দেয়।
দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আসামি নাসির উদ্দিন মাহমুদ যমুনা ব্যাংক রায়পুর শাখায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের সাসপেন্স একাউন্ট থেকে ২১ লাখ ৮ হাজার আটশত টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করে।
এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক শাহনেওয়াজ আসামির বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দুদকের সিডিউলভুক্ত অপরাধ হওয়ায় দুদকের সহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার মামলাটির তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।রায় দেওয়ার সময় আদালতে হাজির ছিল না।