সারাবিশ্ব | তারিখঃ জুন ২৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3647 বার
সারাবিশ্ব ডেস্ক : লেবাননের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনায় ইসরায়েলের প্রতি অকুন্ঠ সমর্থন ব্যক্ত করা থেকে দূরে থাকার জন্য পশ্চিমা দেশগুলোকে হুশিয়ার করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তিনি বলেছেন, ইসরায়েল লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে তুরস্ক বৈরুতের পাশে থাকবে। এই ধরনের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। খবর: রয়টার্সের।
এরদোগান বুধবার (২৬ জুন) পার্লামেন্টে দেয়া ভাষণে এসব কথা বলেন। পার্লামেন্টে একে পার্টির সভায় এরদোগান বলেন, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন লেবাননের দিকে নজর দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পর্দার আড়ালে থাকা পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে পিঠ চাপড়াচ্ছে, এমনকি যুদ্ধের উসকানি দিচ্ছে।
এরদোগান বলেন, নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করছেন এবং এই ধরনের পরিকল্পনা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, গাজায় এখন সবচেয়ে জটিল অভিযান পরিচালিত হচ্ছে এবং এরপর সেনাদেরকে উত্তর সীমান্তে মোতায়েন করা হবে।
এর কয়েকদিন আগে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। ইসরায়েলের এই ঘোষণার পর হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদীরা জানে এ ধরনের যুদ্ধের পরিণতি কী এবং তাদের জন্য কী অপেক্ষা করছে।
তিনি আরো বলেন, ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামে কোনো দেশ থাকবে না।