সারাবিশ্ব | তারিখঃ জুন ৮, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2500 বার
সারাবিশ্ব ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে অধিকৃত শেবাফার্মে দেশটির সামরিক অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ শনিবার (৮ জুন) এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের যোদ্ধারা সানাইম এলাকায় নতুন ইনস্টল করা সামরিক হার্ডওয়্যারে বেশ কয়েকটি কামিকাজে ড্রোন দিয়ে আঘাত করেছে। একইসঙ্গে সংগঠনটি জোর দিয়ে বলেছে যে হামলাটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। খবর এএফপির।
এছাড়া দিনের শুরুতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের সেনাদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যারা আল-রাহেব সামরিক ঘাঁটিতে চলে গিয়েছিল।
হিজবুল্লাহ জানিয়েছেন, তারা ঘটনাস্থল যাচাই বাছাই ও পর্যবেক্ষণ করার পর আর্টিলারি শেল দিয়ে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করেছে। এছাড়া, গত শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় লেবাননের প্রতিরোধকামী এ সংগঠনটি আল-তাইহাত ত্রিভুজ অঞ্চলে ইসরাইলি সেনাদের একটি সমাবেশে বিপুল সংখ্যক রকেট হামলা চালায়।
হিজবুল্লাহ যোদ্ধারা নেটুয়া ফরেস্টের একটি এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর ব্যাপক রকেট হামলা চালায় এবং বিরকাত রিশা ফাঁড়িতে একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্যবস্তু করে।
ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩৬,৭৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে প্রায় প্রতিদিনই রকেট হামলা চালাচ্ছে। লেবাননের সীমান্তে এ পর্যন্ত অন্তত ৪৫৫ জন নিহত হয়েছে।
হিজবুল্লাহ ইতিমধ্যেই লেবাননের বিরুদ্ধে ২০০০ এবং ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে দু’টি যুদ্ধে জড়িয়েছে। প্রতিরোধকামী এ সংগঠনটি উভয় সংঘাতে তেলআবিবের অবৈধ সরকারকে পিছু হটতে বাধ্য করেছে।