সারাবিশ্ব | তারিখঃ মার্চ ১৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4570 বার
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সংকট সমাধানের চাবিকাঠি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাতে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চীন আশা করে, যুক্তরাষ্ট্র বিশ্বের বেশির ভাগ উন্নয়নশীল দেশের সঙ্গে শান্তি ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবে।
চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, ঝাও লিজিয়ান বলেছেন, চীন শান্তি আলোচনার পক্ষে এবং শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বেইজিং।
তিনি বলেন, ইউক্রেন সংকটের সূচনাকারীদের সাবধানে তাদের ভূমিকা নিয়ে ভাবা উচিত, আন্তরিকতার সঙ্গে তাদের যথাযথ দায়িত্ব গ্রহণ করা উচিত এবং অন্যকে দোষারোপ না করে পরিস্থিতি সহজ করা এবং সমস্যা সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত।