আব্দুল্লাহ আল-মামুন : যশোরের শার্শায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

রোববার (১৭মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্প অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শার্শা উপজেলার নিবার্হী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান (পিপিএম), বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহনকারিদেও মাঝে পুরুস্কার বিতরন করেন।#