সারাবিশ্ব | তারিখঃ মার্চ ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5103 বার
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একটি গেস্ট হাউসে আগুনের ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনে আরও তিন বাংলাদেশি গুরুতর আহত হয়েছে।
আনন্দবাজার জানায়, শনিবার ভোরে শহরের নিউমার্কেট এলাকার ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি গেস্ট হাউসের রিসেপশনে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে যায়। আগুনে হাউসের দশ থেকে বারটি ঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে কয়েকজন বাংলাদেশি ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও ষাটোর্ধ্ব এক নারী আগুনে পুড়ে মারা যান।
মৃত নারীর নাম সামিমাতুস আরস। এ ছাড়া ৩৫ বছরের মইনুল হক নামে এক বাংলাদেশি নাগরিককে অসুস্থ অবস্থায় স্থানীয় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।