সারাবিশ্ব | তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2222 বার
সারাবশ্বি ডেস্ক : মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের একটি শহর নিজেদের নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছে দেশটির অন্যতম জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। পালেতওয়া নামের যে শহরটি দখল করেছে আরাকান আর্মি, সেটি একটি বাণিজ্য শহর এবং মিয়ানমারের প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী।
রোববার শহরটির নিয়ন্ত্রণ আরকান আর্মি নিয়েছে— উল্লেখ করে গোষ্ঠীটির মুখপাত্র খিন তুন খা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের যুদ্ধ জান্তার সঙ্গে। অন্য কারোর সঙ্গে নয়। সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’
পালেতওয়া শহরের আইন ও প্রশানিক বিভিন্ন কার্যালয়ও এখন এএ বিদ্রোহীদের দখলে রয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। এ প্রসঙ্গে আরও বিশদ তথ্য জানতে জান্তা মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কেউ কথা বলতে চাননি।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক বাহিনী গত এক বছরেরও বেশি সময় ধরে দেশজুড়ে বিভিন্ন জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। প্রাথমিক পর্যায়ে সংঘাতে তেমন সুবিধা করতে না পারলেও গত কয়েক মাস ধরে সাফল্যের দেখা পাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। ইতোমধ্যে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রধেশ শানের অধিকাংশ এলাকাসহ চীনের সীমান্তবর্তী শহর লাউকাই দখল করে নিয়েছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামের একটি বিদ্রোহী জোট
কয়েকদিন আগে চীনের মধ্যস্থতায় জান্তা ও থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্য যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এখন তা আর কার্যকর নেই। কারণ থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অভিযোগ, চুক্তি স্বাক্ষরের পরের দিনই লাউকাইসহ শান প্রদেশের বেশ কিছু গ্রাম-শহরে বিমান হামলা চালিয়েছে জান্তা।