ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং তার জোটসঙ্গীদের নির্বাচন বর্জনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের বিজয় এবং সরকার গঠনের বৈধতা বাতিল হয় না বলে মনে করেন বাংলাদেশের সাবেক ভারতীয় রাষ্ট্রদূত বীনা সিক্রি।

রাশিয়ান সম্প্রচারমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

বীণা সিক্রি বলেন, কম ভোটার উপস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের প্রতি অসন্তোষ বা ক্ষোভকে উপস্থাপন করে না। এর দায় বিএনপি ও অন্যান্য দলগুলোর ওপরেও বর্তাবে। সম্প্রতি ওই দুই দলের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, সহিংসতার রেকর্ড রয়েছে। সহিংসতায় জানমালের যে ক্ষতি হচ্ছে তার দায়ও ওই দলগুলোর ঘাড়ে এসেই পড়ে।

রবিবারে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সারাদিনে দেশের ভোটারদের ৪০ শতাংশের মতো মানুষ ভোট দিয়েছেন। ২০১৮ সালে সারা দেশে ভোট দিয়েছিলেন ৮০ শতাংশ মানুষ। যদিও সেবার বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল। এবার তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন বয়কট করে আন্দোলন করে আসছে দলটি। বিএনপির সমর্থকরা বলছেন, এবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভোট হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়ে বলেছেনে যে, বাংলাদেশের জনগণ ছাড়া অন্য কারো কাছে তার বৈধতা প্রমাণ করার দরকার নেই।
২০০৩ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন বীণা সিক্রি। বর্তমানে তিনি নয়াদিল্লিভিত্তিক থিংকট্যাংক সংস্থা সাউথ এশিয়া উইমেন’স নেটওয়ার্কের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।