সারাবিশ্ব | তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2019 বার
আন্তর্জাতিক ডেস্ক : হামাসের তীব্র প্রতিরোধের লড়াইয়ে একদিনে গাজায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) কর্ণেলসহ অন্তত ১০ সেনা নিহত হয়েছে।
৭ অক্টোবরের পরে গত মঙ্গলবার দিনটি ছিল গাজায় আইডিএফের জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন। এদিন তাদের এলিট গোলানি ব্রিগেডের কমান্ডারসহ ১০ সেনা নিহত হয় হামাসের হামলায়।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বুধবার (১৩ ডিসেম্বর) একথা জানিয়েছে। এ নিয়ে গাজায় স্থল অভিযানে মোট ১১৫ ইসরায়েলি সেনা নিহত হয়।
উত্তর গাজায় শেজাইয়ার প্রাণকেন্দ্রে লড়াই করতে গিয়ে কর্নেল ও দুই ঊর্ধ্বতন কমান্ডারসহ ৯ ইসরায়েলি সেনা নিহত হয়। উত্তর গাজার আরেকটি স্থানে লড়াইয়ে নিহত হন আরেকজন ইসরায়েলি সেনা।
মঙ্গলবার আইডিএফের গোলানি ব্রিগেডের পদাতিক সেনারা কাসবাহ বা শেজাইয়ার কেন্দ্রস্থলে তল্লাশি অভিযান চালায়। এটি উত্তর গাজায় হামাসের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি বলে পরিচিত।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, আন্তর্জাতিক সমর্থন থাক বা না থাক গাজায় নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে।
গাজায় নির্বিচারে বোমা হামলা চালানোর কারণে ইসরায়েল বিশ্বজুড়ে তার সমর্থন হারাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এমন কথা বললেন।