সারাবিশ্ব | তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4062 বার
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে ।
তারা পাঁচটি ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে এ হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) গাজা উপত্যকায় আক্রমণ জোরদার করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তারা এ হামলা চালিয়েছে। সুত্র– ইরানার।
শনিবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা শেবা ফার্মস অঞ্চলে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটি লেবানিজ-সিরিয়ান সীমান্তের সংযোগস্থল এবং ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির একটি জায়গা।
বিবৃতিতে আরো বলা হয়, হামলায় ইসরায়েলি আইডিএফ সদস্যরা হতাহত হয়েছে।
হিজবুল্লাহ আরও জানায়, তাদের বাহিনী রামিয়া শহরে ইসরায়েলি অবস্থান গুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ হামলায় দখলদার সেনাদের যথেষ্ট ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটছে।
উত্তরে অধিকৃত ফিলিস্তিনি মেটুলায় একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাসের হামলার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।