খুলনা বিভাগ, মাগুরা | তারিখঃ মার্চ ৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2519 বার
শালিখা মাগুরা প্রতিনিধিঃ টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শালিখাতে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপিত। আজ ৮ মার্চ এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলোনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান।স্বাগত বক্তব্য রাখেন নাসরিন আক্তার সুলতানা মহিলা বিষয়ক কর্মকর্তা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড.মোঃ কামাল হোসেন চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, তিথি মিত্র সহকারী কমিশনার ভূমি, মোঃ বিশারুল ইসলাম অফিসার ইনচার্জ শালিখা থানা,মোঃ রেজাউল ইসলাম ভাইস চেয়ারম্যান শালিখা,জেসমিন আক্তার সাবানা মহিলা ভাইস চেয়ারম্যান শালিখা, আবুবক্কার মাষ্টার বীর মুক্তিযোদ্ধা, মোঃ আরোজ আলী চেয়ারম্যান আড়পাড়া ইউনিয়ন ও নারী সংগঠনের নেতৃত্ব বৃন্দ।