আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের ৬০টিরও বেশি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ উত্তর গাজার আল-সালাম মসজিদটি ধ্বংস করা হয়েছে।

ফিলিস্তিনের স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াফার বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সুত্র জানায়, শহরের অধিকাংশ উপাসনালয় ধ্বংস হয়ে গেছে। যদিও ঐতিহাসিক স্থাপনা, উপাসনালয়, হাসপাতাল আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যুদ্ধে হামলার আওতা মুক্ত থাকবে।

এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ইসরায়েল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ১২শ’ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামলা চালানোর সময় হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে।