সারাবিশ্ব | তারিখঃ নভেম্বর ৪, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3039 বার
আর্ন্জাতিক ডেস্ক : দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে কার্যত নাস্তানাবুদের মুখে পড়েছে। সেখানে হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় হতাহত হচ্ছে বহু ইসরাইল সেনা। তাদেরকে উদ্ধারে ইসরাইলি সেনারা ব্যবহার করছে হেলিকপ্টার। খবর জেরুজালেম পোস্টের।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, যুদ্ধে হতাহত সেনাদের উদ্ধারের জন্য গাজার গভীর অভ্যন্তরে উদ্ধারকারী সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে।
শুক্রবার পর্যন্ত গাজার ভেতরে ১৫০ বার উদ্ধার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী যাতে ২৬০ জন আহত সেনাকে উদ্ধার করা হয়। তবে এসব উদ্ধার অভিযানের সময়ও ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার মুখে পড়েছে তারা।
জেরুজালেম পোস্ট ১৫০টি উদ্ধার অভিযান পরিচালনার খবর দিয়েছে এবং ২৬০ জন আহত সেনাকে উদ্ধারের কথা বলেছে। তবে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় কত ইসরাইলি সেনা নিহত হয়েছে তা বলেনি।
এছাড়া, ১৫০টি অভিযানে মাত্র ২৬০ জন সেনা উদ্ধারের কথাও খুব যুক্তিযুক্ত নয়। ধারণা করা হচ্ছে- ইসরাইলের সেনারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
জেরুজালেম পোস্টের খবরেই বলা হয়েছে- ফিলিস্তিনি যোদ্ধারা নজিরবিহীনভাবে ইসরাইলি বাহিনীর ওপর গোলাগুলি চালাচ্ছে। শুক্রবার ইসরাইল তাদের ২৪ সেনা নিহতের কথা স্বীকার করেছিল।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, এর মধ্যে ইসরাইলের পুলিশ এবং শিনবেথের নিহত সদস্যের সংখ্যা উল্লেখ করা হয়নি।