সারাবিশ্ব | তারিখঃ অক্টোবর ২৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2457 বার
আন্তর্জাতিক ডেস্ক : নিরস্ত্র গাজাবাসীর ওপর ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার ফলে মধ্যপ্রাচ্য বিস্ফোরন্মুখ হয়ে আছে, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
এভাবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়ে গেলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। যুক্তরাষ্ট্র নিজেও এ আগুন থেকে রেহাই পাবে না।
নিউ ইয়র্ক সফররত আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবার আমেরিকার সরকারি রেডিও এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর রয়টার্সের।
ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের একটি বিশেষ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ওই অধিবেশন থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করে সাধারণ পরিষদ।
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইসরায়েল গাজার নিরপরাধ নারী ও শিশুদের ওপর যে গণহত্যা চালাচ্ছে সে ব্যাপারে প্রতিবেশী দেশগুলো নীরব থাকতে পারে না।
তিনি বলেন, পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন বিমান হামলায় সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যু মেনে নেয়া এ অঞ্চলের দেশগুলোর পক্ষে সম্ভব নয়।
আব্দুল্লাহিয়ান বলেন, তিনি গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলির সঙ্গে কথা বলে বুঝতে পেরেছেন এসব আন্দোলনের ‘ট্রিগারে আঙ্গুল’ দিয়ে রেখেছে।
এসব আন্দেলনকে কোনো কিছু করতে ইরান পরামর্শ দিচ্ছে না বরং তারা নিজেরাই যেকোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।