জাতীয় সংবাদ | তারিখঃ জুলাই ১৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3380 বার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। হিজরি ১৪৪৪ সনের জিলহাজ্ব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে বুধবার। ফলে বৃহস্পতিবার থেকে পবিত্র মহররম মাস শুরু হবে। আর আগামী ২৯ জুলাই (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহররম দিয়ে নতুন বছর শুরু হয়। আর এ চান্দ্রবর্ষ গণনাও শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে। সে হিসেবে নতুন ইসলামিক বছর ১৪৪৫ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।
ইসলামের নবি হজরত মোহাম্মদ (স.) ও তার অনুসারীদের ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকেই এ সাল গণনা শুরু হয়।