নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনকে ঘিরে দলের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় এখন উৎসব মুখর। সারাদিন আনাগোনা কিছুটা কম থাকলেও বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। বিশেষ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা আসার পরেই জমে ওঠে কার্যালয়।

বৃহস্পতিবার সরজমিন গিয়ে দেখা গেছে, বিকালে থেকেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড়, লোকে লোকরান্ন হয়ে ওঠেছে ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে দেখা করা, সালাম দেওয়া, তাদের সঙ্গে কুশল বিনিময় করতে একেরপর এক নেতাকর্মী আসছেন। আবার নিজেদের অস্তিত্ব জানান দিতে কেউ কেউ কার্যালয়ের সামনের সড়কে শোডাউনও দিচ্ছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ধানমন্ডির কার্যালয়ে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলীয় সভাপতিমণ্ডলির সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। তাদের দৃষ্টি আকর্ষণের তীব্র চেষ্টা দেখা গেছে- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের। একই চেষ্টায় ব্যস্ত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী ওলামা লীগের নেত্রীরা। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে এসে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক এক ঝাঁক নেত্রীকে নিয়ে সন্ধ্যার আগে থেকেই অবস্থান নেন ধানমন্ডি কার্যালয়ে। কৃককে সামনে রেখে মহিলা লীগের নেত্রীরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারসহ বিভিন্ন নেতাকর্মী।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর। তার আগেই সম্মেলন হবে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, সহযোগী সংগঠন যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগের। দুই নারীদের সংগঠন ও এক ছাত্র সংগঠনের সম্মেলনের প্রস্তুতি চলছে। এর মাঝেই আবার শুক্রবার যুবলীগের আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সবমিলিয়ে চাঙ্গাভাব আওয়ামী লীগের মধ্যে। আসন্ন সম্মেলনে বিভিন্ন পদ প্রত্যাশী নেতাকর্মীরা এখন মুখিয়ে আছেন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দিকে।