সারাবিশ্ব | তারিখঃ জুলাই ২৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2485 বার
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসের মরিস পার্ক এলাকায় মাঝ রাস্তায় হঠাৎ বড় একটি গর্ত সৃষ্টি হয়ে একটি মিনি ভ্যান তলিয়ে গেছে। খবর ডেইলি সাবাহ।
নিউইয়র্কের ব্রঙ্কসের মরিস পার্ক এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম স্পেকট্রাম নিউজ এনওয়াইওয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। ভারি বর্ষণের ফলে রাস্তায় নিচের একটি নর্দমায় এই গর্ত তৈরি হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। ওই ঘটনায় মিনি ভ্যানের চালক অক্ষত রয়েছেন। মিনি ভ্যানটি তলিয়ে যাওয়ার সময় পথচারীদের ভয়ে চিৎকার করতে দেখা যায়।
অ্যানি বোলার নামে একজন পথচারী ভিডিওটি ধারণ করেন। ভিডিওতে দেখা গেছে, একটি সাদা ভ্যান গর্তে পড়ে যাওয়ার আগে একটি ধসে পড়া রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে ভ্যানটি তলিয়ে যায়।