সারাবিশ্ব | তারিখঃ জুলাই ১০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 7107 বার
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের একটি পাঁচতলা ভবনে রকেট হামলায় চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তুপে আরো ৩০জন আটকা পড়ে আছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।
গভর্নর পাভলো কিরিলেনকো টেলিগ্রাম পোস্টে বলেন, চাসিভ ইয়ার শহরে শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে। তিনি ৬ জন নিহত এবং পাঁচজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এছাড়া ধ্বংসাবশষে অন্তত ৩৪ জন আটকা পড়ে আছে বলে জানান তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৩৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরো বেড়েছে। সূত্র: রয়টার্স