সারাবিশ্ব | তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3849 বার
সারাবিশ্ব ডেস্ক : সিরিয়ায় আসাদ সরকার উৎখাতের বিষয়টি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন। তিনি বলেন, আমরা সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করেছি।
সোমবার (২৩ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের এক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাটজ আরো বলেন, আমি স্পষ্ট বার্তা দিতে চাই—আমরা হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছি ।
এছাড়া, হুতিদের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা হুতিদের কৌশলগত অবকাঠামো ধ্বংস করব এবং তাদের নেতাদের হত্যা করব। যেমনটি আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার এবং লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি। ঠিক তেমনই আমরা ইয়েমেনের হোদেইদা ও সানায়ও একই কাজ করব।