জেলার খবর, নীলফামারী, রংপুর বিভাগ | তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5746 বার
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ বিশিষ্ট ক্রিড়া সংগঠক,ডিমলা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাটা সাধারন সম্পাদক অহিদুল ইসলাম (বাচচুর) মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ডিমলা স্পোর্টিং ক্লাব।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ডিমলা স্পোর্টিং ক্লাবের হল রুমে শোক সভার আয়োজন করা হয়। ক্লবের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বলেন, অহিদুল ইসলাম বচ্চুর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মরহুমের শোক সম্ভন্ত পরিবারের প্রতি সমবেনা জানাই ও তার বিদেহি আত্তার মাগফেরাত কামনা করছি। গতকাল অহিদুল ইসলাম বচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে ডিমলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।