ঝিনাইদহ প্রতিনিধিঃ মহান বিজয় দিবসে শোভাযাত্রা ও র‌্যালি করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। সোমবার বেলা ১২ টায় জেলা বিএনপির আয়োজনে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়।

বিরাট শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা স্টান্ডে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ করা হয়। এতে জেলা বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

ঝিনাইদহ প্রেসক্লাব স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, এম সাইফুল মাবুদ, আসিফ ইকবাল মাখন, এম, রবিউল ইসলাম রবি, আব্দুল হাই, সোহেল আহম্মেদ, শিপলু জামান প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনেও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম তোতাসহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেয়।