খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4191 বার
নড়াইল প্রতিনিধি: নড়াইল ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজিত এ টুর্নামেন্ট সন্ধ্যায় শুরু হয়ে চলে রাত ১১ টা পর্যন্ত।
খেলার উদ্বোধন করেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। সভাপতিত্ব করেন নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাহবুব হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন খালাসি, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আল হাবিব, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ ও সদর উপজেলা শাখার সভাপতি মাজেদুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা জানায়, খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করে। ফাইনালে নড়াইল স্টেডিয়াম টিমকে ২ গোলে হারিয়ে খুলনা স্টেডিয়াম টিম জয়ী হয়।