চাঁপাইনবাবগঞ্জ, জেলার খবর, রাজশাহী বিভাগ | তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3048 বার
নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: ইকবাল আব্বাসী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো: গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম ও বিশিষ্ট সাংবাদিক ও ব্র্যাক মাইগ্রেশন প্রবাস বন্ধু ফোরামের প্রচার সম্পাদক নুরতাজ আলম। কর্মশালায় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ ফেরত অভিবাসী এবং সাংবাদিকসহ এলাকার বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মো: বাবুল ইসলাম। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি প্রতিনিধি মো: জিন্নাত আলী। তিনি ব্র্যাক এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, পাশাপাশি প্রত্যাশা-২ প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
জিন্নাত আলী বলেন, প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সম্ভাব্য অভিবাসীরা নিয়মিতভাবে বিভিন্ন সেবা সম্পর্কে জানার সুযোগ পাবেন। তিনি ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণের বিষয়েও আলোচনা করেন।
প্রধান অতিথি মো: গোলাম রব্বানী বলেন, “ব্র্যাকের পরিসীমা দিনকে দিন বাড়ছে। যদি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও অসহায় প্রবাসীরা সহায়তা পায়, সেটি অত্যন্ত ভালো কাজ হবে।” তিনি ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতি মো: ইকবাল আব্বাসী বলেন, “ব্র্যাক মাইগ্রেশন এ ধরনের কাজের মাধ্যমে অনেক বিদেশ ফেরত মানুষ সচেতন ও উপকৃত হবে। এই কর্মশালা বিদেশে গমনেচ্ছুক এবং বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।”