শিরোনাম:
সুদানের আবেইয়ে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ৩৬

নিজস্ব প্রতিবেদকঃ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন। শনিবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, শনিবার রাতে সশস্ত্র সন্ত্রাসীরা আবেইয়ে অবস্থানরত জাতিসংঘের ঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। হামলার সময় ঘাঁটিতে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান এবং আটজন আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
আইএসপিআর আরও জানায় যুদ্ধ এখনো চলমান রয়েছে।



























