১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

তারেক রহমানের নিরাপত্তার প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৪৩

নিজস্ব প্রতিবেদকঃ প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে ঘিরে নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠলেও, এ বিষয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তা নিশ্চিত করতে যত ধরনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, আমরা তা নেব এবং তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।”

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টায় গুলশানে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে আসার তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের এখন যে বার্তা দেবো, সারা দেশের মানুষের জন্যই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসিত অবস্থায় রয়েছেন, তিনি বিগত প্রায় এক যুগ ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন। তার আগমনকে শুধু স্বাগতই নয়, আমরা আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে জানাতে চাইছি।

Please Share This Post in Your Social Media

তারেক রহমানের নিরাপত্তার প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০৪:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে ঘিরে নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠলেও, এ বিষয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তা নিশ্চিত করতে যত ধরনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, আমরা তা নেব এবং তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।”

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টায় গুলশানে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে আসার তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের এখন যে বার্তা দেবো, সারা দেশের মানুষের জন্যই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসিত অবস্থায় রয়েছেন, তিনি বিগত প্রায় এক যুগ ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন। তার আগমনকে শুধু স্বাগতই নয়, আমরা আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে জানাতে চাইছি।