০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ইরাকে শপিংমলে ভয়াবহ আগুন, নিহত ৫০

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ৩২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আল অ্যারাবিয়ার।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি সংবাদ সংস্থা আইএনএ-কে জানিয়েছেন, বুধবার রাতে শহরের জনপ্রিয় হাইপার শপিংমলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে।”

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে উল্লেখ করেছেন গভর্নর।

রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত কুতের একটি হাসপাতালে ভোর ৪টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে আহত ও নিহতদের আনা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, শপিং মলটি মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন করা হয়েছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত প্রথম তলা থেকে।

এএফপির সংবাদদাতা হাসপাতালে পুড়ে যাওয়া মরদেহ দেখার কথা জানিয়েছেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর তিন দিনের শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, সরকার ভবনটির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করবে।

Please Share This Post in Your Social Media

ইরাকে শপিংমলে ভয়াবহ আগুন, নিহত ৫০

আপডেট: ১২:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আল অ্যারাবিয়ার।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি সংবাদ সংস্থা আইএনএ-কে জানিয়েছেন, বুধবার রাতে শহরের জনপ্রিয় হাইপার শপিংমলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে।”

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে উল্লেখ করেছেন গভর্নর।

রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত কুতের একটি হাসপাতালে ভোর ৪টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে আহত ও নিহতদের আনা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, শপিং মলটি মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন করা হয়েছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত প্রথম তলা থেকে।

এএফপির সংবাদদাতা হাসপাতালে পুড়ে যাওয়া মরদেহ দেখার কথা জানিয়েছেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর তিন দিনের শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, সরকার ভবনটির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করবে।