খুলনা বিভাগ, জেলার খবর, বাগেরহাট | তারিখঃ অক্টোবর ২৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1215 বার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর ফলে সাগর উত্তাল রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রে বাতাসের গতিবেগ একটানা ৫০-৬০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে।
এদিকে গভীর নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরসহ উপকূলীয় এলাকাজুড়ে আকাশ কখনো মেঘাচ্ছন্ন ও কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে বন্দরের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।