০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিমান হামলায় নিহতদের ‘প্রতিটি রক্তবিন্দুর’ প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘এটি সেই কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করে এবং নিজেদেরকে আরও শক্তিশালী মনে করে। কিন্তু আমরা গত রাতে প্রমাণ করেছি যে পাকিস্তান জানে কীভাবে তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে হয়। জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং শক্তির প্রতি শ্রদ্ধা জানায়। পুরো দেশ এবং দেশের ২৪ কোটি মানুষের গর্ব করা উচিত যে তাদের সশস্ত্র বাহিনী আক্রমণের জবাব দিতে এবং অনুপ্রবেশকারী যুদ্ধবিমান ধ্বংস করতে প্রস্তুত।’

পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত “সহজে সারতে পারবে না” উল্লেখ্য করে তিনি বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে “মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে”। আল্লাহর কৃপায়, আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল, এমন পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

তিনি বলেন ‘ভারতের কাপুরুষোচিত আক্রমণে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। আমরা মাত্র সাত বছর বয়সী এক শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি।’

ভারতকে তাদের বিমান হামলার ‘পরিণাম ভোগ করতে হবে’ হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘হয়তো তারা ভাবছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি, যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।’

এরআগে এদিন সন্ধ্যায় পাকিস্তানের ন্যাশনাল পার্লামেন্ট অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত রাতের আঁধারে পাকিস্তানের ভেতরে ঢুকে বড় নাশকতা করার জন্য রাতের আঁধারে হামলা চালিয়েছে ভারত। অতীতেও এমন হামলা ভারত চালিয়েছে এবং বরাবরের মতো এবারও সর্বশক্তিমান আল্লাহর দয়ায় এবং জাতির সমর্থন ও দোয়ায় পরিপুষ্ট আমাদের সামরিক এই হামলার দাঁতভাঙা জবাব দিয়েছে।’

শেহবাজ শরিফ আরও বলেন, গত রাতে ভারত ৮০টি যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে ছয়টি ভিন্ন স্থানে হামলা চালানোর চেষ্টা করে। এর মধ্যে পাকিস্তান বিমান বাহিনীর ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করে- যার মধ্যে তিনটি রাফায়েল জেটও ছিল। এছাড় বেশ কয়েকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের বিমানগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল এবং এমনকি ভারতীয় যুদ্ধবিমানের যোগাযোগ ব্যবস্থাও আটকে দেওয়া হয়, যার ফলে তাদের শ্রীনগরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

‘পাকিস্তানের এই দৃঢ়তাপূর্ণ জবাব শত্রুপক্ষকে বিশৃঙ্খল করে দিয়েছে এবং একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের শক্তি, শৌর্য ও সামর্থ্যকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে এবং তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে। আমাদের সামরিক বাহিনী ইস্পাত-কঠিন বাহিনী।’— যোগ করেন তিনি।

এসময় বিরোধী দল পিটিআইয়ের আইন প্রণেতাসহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানকে শক্তিশালী ও অজেয় করার প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করার আহ্বান জানান শেহবাজ।

তিনি বলেন, তিনি বিরোধী নেতাদের তাদের চেম্বারে দেখা করতে প্রস্তুত, কারণ এটি বিশ্বকে দেখানোর একটি মুহূর্ত যে পাকিস্তান ঐক্যবদ্ধ – বিশ্বের অন্যান্য জাতির মধ্যে দেশকে মহান করে তোলার একমাত্র পথ।

প্রসঙ্গত, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তানের দাবি, ভারতের বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে এখন পর্যন্ত তাদের ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। তবে ভারত জানিয়েছে, পাকিস্তানে বেসামরিক নাগরিকের হতাহতের কোনও তথ্য তাদের কাছে নেই।

সূত্র: ডন, জিও নিউজ

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৩৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
৩৮

প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ

আপডেট: ১২:৩৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিমান হামলায় নিহতদের ‘প্রতিটি রক্তবিন্দুর’ প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘এটি সেই কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করে এবং নিজেদেরকে আরও শক্তিশালী মনে করে। কিন্তু আমরা গত রাতে প্রমাণ করেছি যে পাকিস্তান জানে কীভাবে তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে হয়। জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং শক্তির প্রতি শ্রদ্ধা জানায়। পুরো দেশ এবং দেশের ২৪ কোটি মানুষের গর্ব করা উচিত যে তাদের সশস্ত্র বাহিনী আক্রমণের জবাব দিতে এবং অনুপ্রবেশকারী যুদ্ধবিমান ধ্বংস করতে প্রস্তুত।’

পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত “সহজে সারতে পারবে না” উল্লেখ্য করে তিনি বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে “মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে”। আল্লাহর কৃপায়, আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল, এমন পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

তিনি বলেন ‘ভারতের কাপুরুষোচিত আক্রমণে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। আমরা মাত্র সাত বছর বয়সী এক শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি।’

ভারতকে তাদের বিমান হামলার ‘পরিণাম ভোগ করতে হবে’ হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘হয়তো তারা ভাবছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি, যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।’

এরআগে এদিন সন্ধ্যায় পাকিস্তানের ন্যাশনাল পার্লামেন্ট অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত রাতের আঁধারে পাকিস্তানের ভেতরে ঢুকে বড় নাশকতা করার জন্য রাতের আঁধারে হামলা চালিয়েছে ভারত। অতীতেও এমন হামলা ভারত চালিয়েছে এবং বরাবরের মতো এবারও সর্বশক্তিমান আল্লাহর দয়ায় এবং জাতির সমর্থন ও দোয়ায় পরিপুষ্ট আমাদের সামরিক এই হামলার দাঁতভাঙা জবাব দিয়েছে।’

শেহবাজ শরিফ আরও বলেন, গত রাতে ভারত ৮০টি যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে ছয়টি ভিন্ন স্থানে হামলা চালানোর চেষ্টা করে। এর মধ্যে পাকিস্তান বিমান বাহিনীর ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করে- যার মধ্যে তিনটি রাফায়েল জেটও ছিল। এছাড় বেশ কয়েকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের বিমানগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল এবং এমনকি ভারতীয় যুদ্ধবিমানের যোগাযোগ ব্যবস্থাও আটকে দেওয়া হয়, যার ফলে তাদের শ্রীনগরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

‘পাকিস্তানের এই দৃঢ়তাপূর্ণ জবাব শত্রুপক্ষকে বিশৃঙ্খল করে দিয়েছে এবং একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের শক্তি, শৌর্য ও সামর্থ্যকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে এবং তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে। আমাদের সামরিক বাহিনী ইস্পাত-কঠিন বাহিনী।’— যোগ করেন তিনি।

এসময় বিরোধী দল পিটিআইয়ের আইন প্রণেতাসহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানকে শক্তিশালী ও অজেয় করার প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করার আহ্বান জানান শেহবাজ।

তিনি বলেন, তিনি বিরোধী নেতাদের তাদের চেম্বারে দেখা করতে প্রস্তুত, কারণ এটি বিশ্বকে দেখানোর একটি মুহূর্ত যে পাকিস্তান ঐক্যবদ্ধ – বিশ্বের অন্যান্য জাতির মধ্যে দেশকে মহান করে তোলার একমাত্র পথ।

প্রসঙ্গত, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তানের দাবি, ভারতের বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে এখন পর্যন্ত তাদের ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। তবে ভারত জানিয়েছে, পাকিস্তানে বেসামরিক নাগরিকের হতাহতের কোনও তথ্য তাদের কাছে নেই।

সূত্র: ডন, জিও নিউজ