০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

আবদুল হামিদের দেশত্যাগ : পুলিশের ২ কর্মকর্তা বরখাস্ত, দুইজনকে প্রত্যাহার

নিউজ ডেস্ক

লাইন
নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ সদরদপ্তর। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরেক বার্তায় জানানো হয়, এই ঘটনায় অতিরিক্ত আইজি (প্রশাসন)-কে প্রধান করে তিন সদস্যের ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়েছে। তবে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে সেই কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি।

বুধবার দিবাগত রাতে সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ থাই এয়ারের একটি ফ্লাইটে থাইল্যান্ড যান। তার দেশত্যাগে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
৪৩

আবদুল হামিদের দেশত্যাগ : পুলিশের ২ কর্মকর্তা বরখাস্ত, দুইজনকে প্রত্যাহার

আপডেট: ০৯:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

লাইন
নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ সদরদপ্তর। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরেক বার্তায় জানানো হয়, এই ঘটনায় অতিরিক্ত আইজি (প্রশাসন)-কে প্রধান করে তিন সদস্যের ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়েছে। তবে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে সেই কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি।

বুধবার দিবাগত রাতে সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ থাই এয়ারের একটি ফ্লাইটে থাইল্যান্ড যান। তার দেশত্যাগে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।