ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সাব্বির হোসেন ঝিকরগাছা,(যশোর): ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পূর্বঘোষিত কমিটির পূর্ণাঙ্গ গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২মে) বিকালে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় কমিটির অবশিষ্ট পদগুলোতে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এর মাধ্যমে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি পূর্ণতা লাভ করে।
সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ এস এম জাফর ইকবাল।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বিল্লাল হোসেন। সহ-সভাপতি পদে তরিকুল ইসলাম তারিক, শাহাবুদ্দীন মোড়ল ও বি এম সাগর হোসাইন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাসান খান, রেজওয়ান কবির ও সাব্বির হোসেন শোভন। সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সুমন হোসেন ও দাউদ হোসেন। অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাফিন।
দপ্তর সম্পাদক আজাদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক শাকিল হোসেন। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাসুদ হোসেন এবং সহ-সম্পাদক তৌহিদুর রহমান বিপ্লব। কার্যকরী সদস্য হিসেবে আছেন নজরুল ইসলাম জুয়েল, আবেদুর রহমান, মাসউদুল সুমন, সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন, আব্দুল জব্বার, তোহিদুজ্জামান ও শিহাবুল ইসলাম সোহাগ।
উপদেষ্টা পরিষদে রয়েছেন শাহাদাৎ হোসেন কাবিল, ইলিয়াস হোসেন, ইসমাইল হোসেন, আব্দুল জলিল ও আমিনুর রহমান।
সভা শেষে সভাপতি আশরাফুজ্জামান বাবু বলেন, “এই কমিটি শুধু সংগঠন পরিচালনার জন্য নয়, বরং সাংবাদিকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ এবং তথ্যগত জবাবদিহিতা নিশ্চিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
সাধারণ সম্পাদক এ এস এম জাফর ইকবাল বলেন, “আমরা ঝিকরগাছার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার ও ঐক্য রক্ষায় একযোগে কাজ করতে বদ্ধপরিকর।”
নবনির্বাচিত সদস্যরাও তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।